আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি।
আগামী ১১ জুলাই কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলা নিয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী মহেশখালী উপজেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ জুলাই রাত্রে মহেশখালী উপজেলা সদরের মায়েশা মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী মহেশখালী উপজেলা শাখার সভাপতি শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক। সাধারণ সম্পাদক সাংবাদিক এম বশির উল্লাহ ‘র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী মহেশখালী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল বশর পারভেজ, মহেশখালী পৌরসভার সাবেক কাউন্সিলর ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী মহেশখালী উপজেলা শাখার সহ-সভাপতি আবু জাফর, অর্থ সম্পাদক শাকের উল্লাহ খোকন। সভায় বক্তারা বলেন, আগামী ১১ জুলাই কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলা আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই খেলা নিয়ে কোন ধরণের বাড়াবাড়ি বা মারামারি পর্যায়ে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়াও কোপা আমেরিকা কাপের আগামী ১১ জুলাই ফাইনাল খেলা যারা বড় পর্দায় দেখবেন তাদের সবার জন্য আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী মহেশখালী উপজেলা শাখার পক্ষ থেকে মাস্কের ব্যবস্থা করা হবে। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরে খেলা উপভোগ করার জন্য আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী মহেশখালী উপজেলা শাখার পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..