আরো একটি নতুন ইতিহাস গড়তে যাচ্ছে
মোঃ সবুজ খান মসদই মির্জাপুর টাংগাইল।
শহিদ শেখ ফজলুল হক মনি টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ইং।আবারও একটি নতুন ইতিহাস রচিত করবে শহিদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মনিরুল ইসলাম কবির জানিয়েছেন। শহিদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস ক্রিকেট জগতে সবচেয়ে বড় আয়োজন করা হবে এবার ফাইনালে।
এবার ফাইনালে কি থাকছে চমক। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাংগাইল জেলা মির্জাপুর উপজেলায় মসদই গ্রামে। এবারের আয়োজনে
আকর্ষণিয় থাকছে।
১/ একজন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়।
২/ বরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
৩/ আইসিসির প্যানেল ভুক্ত অ্যাম্পিয়ার।
৪/ডিজিটাল সাউন্ড সিস্টেম ।
৫/ জাতীয় স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার।
৬/ ফেসবুক লাইভ সম্প্রচার।
৭/মনোরম মাঠ সাজানো,।
৮/ স্যাটেলাইট টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার।
৯/ খেলা শেষে আতশবাজি ফোটানো।
১০/ মনোরম গানের ডিসপ্লে।