রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

আমি সেবার ফেরিওলা হতে  চাই হাজ্বী আফসার উদ্দিন ভূইয়া 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৬৭ বার পঠিত
 আমি সেবার ফেরিওলা হতে  চাই হাজ্বী আফসার উদ্দিন ভূইয়া
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে তৃতীয় ধাপের   ইউপি নির্বাচন জমে উঠতে শুরু করেছে। এর মধ্যে প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহীকতায় সোমবার সকাল থেকে সদর  উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের বড় গুহেরকান্দি ও ছোট গুহেরকান্দিসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দলটির মনোনীনত নৌকা প্রতীকের প্রার্থী হাজী আফসার উদ্দিন ভূইয়া। প্রবীন ও ত্যাগী এই নেতা যেখানেই যাচ্ছে জনস্রোতে পরিনিত হচ্ছে গণসংযোগ। সাধারণ ভোটারদের সারাও পাচ্ছেন ব্যাপোক ভাবে। হাজ্বী আফসার উদ্দিন ভূইয়া বলেন, আমি চরকেওয়ার এর সন্তান সব সময়ে মানুষের সেবা করার জন্য  চেষ্টা করেছি। এবার আমাকে তৃণমূল এর নেতকর্মিদের ভালোবাসায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন এ  নৌকার মাঝি মনোনীত করেছেন দল থেকে। আসুন  আমরা সকল ভেদাভেদ ভুলে এক্যবদ্ধ হয়ে চরকেওয়ার ইউনিয়ন টিকে গ্রাম থেকে শহর রুপান্তরিত করি। আমি আপনাদের  সেবার ফেরিওলা হতে চাই।
এসময়ে আরো উপস্থিত ছিলেন চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক,  সৈয়দ জম্মাদার,  মোশারফ হোসেন,  মেম্বার  মন্টু দেওয়ান,  আবুল জমাদ্দার সাবেক মেম্বার আঃ রহিম প্রমূখ।
এদিকে ইউনিয়নটিতে আওয়ামীলীগের নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিগত সময়ে নৌকা প্রতীক নিয়ে  নির্বাচিত  হওয়া বর্তমান চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামন জীবন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..