রাশেদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নিখোঁজের আট দিন পর ফিরে আসা ইসলামী বক্তা আবু ত্ব-হার শরীরে করোনা উপসর্গ দেখা দিয়েছে। তিনি আইসোলেশনে থাকতে চাইছেন। সুস্থ হলে কথা বলবেন গণমাধ্যমে।
শনিবার দুপুরে ত্ব-হার বাড়ি গেলে এসব তথ্য দেন তার ভাগনে সিরাজুল ইসলাম। এছাড়া তার মা-বোন কেউই কথা বলতে রাজি নন।
এর আগে শুক্রবার রাতে আবু ত্ব-হা আদনান ছাড়াও রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক কেএম হাফিজুর রহমানের কাছে জবানবন্দি দেন গাড়িচালক আমির উদ্দিন ও সফরসঙ্গী আবদুল মুহিত আনসারি। পরে আদালত নিজ নিজ জিম্মায় তাদেরও পরিবারের কাছে হস্তান্তরের আদেশ দেন। আলোচিত এই ইসলামী বক্তা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানান-আইনজীবীরা।
আবু ত্ব-হা’র আরেক সফরসঙ্গী ফিরোজ আলমের নিখোঁজের জিডি তার পরিবার তুলে নেয়ায় ফিরোজকে আদালতে হাজির করা হয়নি। এর আগে রংপুর ডিবি কার্যালয় থেকে রংপুর ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে নেয়া হয় আবু ত্ব-হাসহ ৩ জনকে।