আবারো প্রমাণ করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের মধ্যে অন্যতম ।
মোঃ ফেরদৌস হাসান রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
বাংলাদেশ সেনাবাহিনী আবারো প্রমাণ করলো বিশ্বের মধ্যে তারাই অন্যতম ow পরীক্ষার মাধ্যমে দিয়ে.। ২৫৬ তম ow পরীক্ষা ১০৮ টি দেশের সোন অফিসার পরীক্ষা দিচ্ছে প্রত্যেক দেশ থেকে ৮০২ জন করে ।মোট মোট পরীক্ষার্থী ৮৬৬১৬ জন জাতিসংঘে।বাংলাদেশের সর্বপ্রথম বেঙ্গল রেজিমেন্ট থেকে ডাবলু পরীক্ষায় প্রথম স্থান করেন ক্যাপ্টেন নোফায়ের । বাংলাদেশি সাহসী অফিসার ক্যাপ্টেন নোফায়ের সর্বোচ্চ নাম্বার পেয়ে ও ডাবলু পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন । এই সূর্যসন্তানের বাড়ি পাবনায় আতাইকুলা। তার পিতার নাম মোঃ মুস্তাফিজুর রহমান সে একটি গরিব পরিবারের সন্তান তার বাবা একজন সাধারন ব্যবসায়ী । একমাস পরীক্ষার পর৷ এই ফলাফল ঘোষণা করা হয় জাতিসংঘে । বর্তমান জাতিসংঘের সিদ্ধান্তে ছয় মাসের জন্য নিযুক্ত হলেন ডাবলু পরীক্ষার শিক্ষক হিসেবে।ক্যাপ্টেন নোফায়ের আরো বড় অফিসার হয়ে দেশ ও জনগনের সেবায় করতে চায়।
আলহামদুলিল্লাহ
দেশ ও জাতির গর্বিত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাপ্টেন নোফায়েরকে অভিনন্দন ও মোবারকবাদ। তার সুস্থতাসহ আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মহান রব যেন সততার সাথে অর্পিত দ্বায়িত্ব পালন তৌফিক দান করুন।