আফগানিস্তানে অভিযান চালাতে হলে আমাদের অনুমতি লাগবে বললেন তালেবান
জসীম উদ্দিন ইতি
আফগানিস্তানের মাটিতে যে কোনো ধরনের অভিযান চালানোর আগে তালেবানের সঙ্গে
আলাপ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।
আমেরিকা আফগানিস্তানের কান্দাহারে উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশের (আইএস-কে)
অবস্থানে ড্রোন হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর এ ব্যাপারে প্রতিক্রিয়া
জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।
মুজাহিদ সংস্থা বলেন, আমেরিকার উচিত ছিল আইএস-খোরাসানের অবস্থানে ড্রোন
হামলা চালানোর আগে তালেবানকে সতর্ক করা।
আমেরিকার এ হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত
করে তিনি বলেন, এ হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের দুই নারী ও
এক শিশু বলে তিনি উল্লেখ করেন।
জবিউল্লাহ মুজাহিদ বলেন, মার্কিন সেনারা চলে যাওয়ার পর তালেবান শিগগিরই
কাবুল বিমানবন্দরের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে এবং অচিরেই
সরকার ও মন্ত্রিসভা ঘোষণা করবে।
পেন্টাগন শনিবার ঘোষণা করেছে— আফগানিস্তানে দায়েশ-খোরাসানের অবস্থানে
হামলা চালিয়ে কাবুল বিমানবন্দরে বোমা হামলা চালানোর অন্যতম
পরিকল্পনাকারীসহ দুজনকে হত্যা করা হয়েছে।
ওই হামলার আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের কাবুল
বিমানবন্দরের গেটগুলো দ্রুত অতিক্রমের আহ্বান জানায়।
গত বৃহস্পতিবার ওই বিমানবন্দরের একটি গেটে ভয়াবহ বোমা হামলা চালায় উগ্র
জঙ্গিগোষ্ঠী দায়েশ। হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭০ ব্যক্তি নিহত হন।