আপনারা নৌকা মার্কায় ভোটের বিপ্লব ঘটালে আমি আমার নির্বাচনী এলাকায় উন্নয়নের বিপ্লব ঘটাবো মাহমুদ হাসান রিপন
মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার
গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনে আসন্ন উপ- নির্বাচনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেকছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ভোটারদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কার বিকল্প নেই।আপনারা নৌকা মার্কায় ভোটের বিপ্লব ঘটালে আমি আমার নির্বাচনী এলাকায় উন্নয়নেরও বিপ্লব ঘটাবো । প্রয়্যাত ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এলাকার উন্নয়ন মূলক অনেক কাজ করেছেন। তার অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
বুধবার (২১ সেপ্টেম্বর) কচুয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মানিকগঞ্জ বাজারে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। এসময় সাঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.এস এম সামশীল আরেফীন টিটুসহ সভাপতি হায়দার আলী সরকার, সাধারন সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বকুল, মহিরউদ্দিন, আনোয়ারুল হক, সাজু মিয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম আজাদ, সাবেক ইউপি সদস্য আইয়ুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।