আন্দোলন সংগ্রামে যুবকদের অংশ গ্রহন থাকতে হবে
নিজস্ব প্রতিবেদক :
আজ শুক্রবার বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংকের মুক্তিযোদ্ধা ভবনের ২য় তলায় ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি কে এম আতিকুর রহমান,
যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মোঃ রফিকুল ইসলাম বাদল এর সভাপতিত্বে।
প্রধান অতিথি ইসলামী আন্দোলনের বাংলাদেশের চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন মার্চ মাস কে আমরা দাওয়াতে মাস হিসেবে বেছে নিয়েছে, এবং ৩১ মার্চ ঢাকায় সমাবেশ ডেকেছি এই সমাবেশ আপনারা সফল করবেন। দ্রব্যমূল্যোর উর্দ্ধোগতি ও যুবকদের মদের লাইসেন্স দেওয়ার প্রতিবাদে।