আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টর মানবাধিকার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত
মো: কামরুজ্জামান মোল্লা ,বিশেষ প্রতিনিধ ,শেরপুর
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ০৫ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭. ১০ ঘটিকার সময় শেরপুর জেলা আইন সহায়তা তথ্য রিপোর্টার ফাউন্ডেশন এর অফিস কক্ষে শেরপুর জেলা আইন সহায়তা তথ্য রিপোর্টার ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আইন সহায়তা তথ্য রিপোর্টার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সভাপতি মো: সাইফুল ইসলাম (আলম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে শেরপুর জেলা বিএনপির আহব্বায়ক , আইন সহায়তা তথ্য রিপোর্টার ফাউন্ডেশন , শেরপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা এড.আলহাজ্ব মো : সিরাজুল ইসলাম মহোদয়। এসময় তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন যায়গায় সাধারণ মানুষ মানবাধিকার থেকে বিছিন্ন। বিশেষ করে শিশু শ্রম , নারী নির্যাতন অন্যের জমি জোর করে দখল ফেসবুকে অপরাধ দিন দিন বেড়ে চলছে। সাধারণ মানুষ এইসব অপরাধের সঠিক বিচার পাচ্ছে না।
এই সংস্থার প্রতিনিধিদের মাধ্যমে অসুহায় সাধারণ মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার ফিরে পায় তিনি এই আহবান জানান। ” তিনি আরো বলেন মানব সেবা শ্রেষ্ঠ সেবা।যারা এই সেবার সাথে নিয়োজিত তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ”
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মোল্লা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইন সহায়তা তথ্য রিপোর্টার ফাউন্ডেশন জেলা শাখার উপদেষ্টা মো : আমিনুল ইসলাম বাবুল, আবুল হোসেন আবু , সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব স্বপ্ন, সিনিয়র সহ সভাপতি মো: আইনুল হকসহ অনেকেই।
বক্তারা আরো বলেন, সময় এসেছে সমাজে ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার। সম্মেলনের মাধ্যমে শুধু নেতৃত্বের হস্তান্তর নয়, বরং সাধারণ মানুষের সম্মান ও অধিকারের প্রশ্নে এক নতুন জাগরণের সূচনা হবে বলে মন্তব্য করেন। সবার কণ্ঠে ছিল একটাই বার্তা “ যারা জুলুম নির্যাতনের শিকার তাদের সম্মান আমাদের সম্নান, আর তা রক্ষায় আমরা একতাবদ্ধ।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে আইন সহায়তা তথ্য রিপোর্টার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।