মোঃ এনামুল হক
বিশেষ প্রতিনিধি
আন্তর্জাতিক গোয়েন্দা সংবাদ সোসাইটি মোঃ আক্তারুজ্জামান নামের এক ব্যক্তি সারাদেশ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে
এক স্কুল ছাত্রের কাছ থেকে 1 লাখ 40 হাজার টাকা হাতিয়ে নিয়েছে। চাকরি দেওয়ার কথা বলে ভুলভাল বুঝিয়ে তার থেকে টাকা নিয়েছে।
সরকারি চাকরির কথা বলে প্রথমে এক বছর মেয়াদের 6000 টাকা চাই। তারা সারাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি দেখা মেলে ফেসবুকে। হকি টকি জন্য 6000 টাকা প্রথমে নাই, ডিবি পুলিশ, Rab, গোয়েন্দা পুলিশ, পোশাকের জন্য 10,500 টাকা, ট্রেনিংয়ের জন্য ১০,০০০ টাকা, পিস্তলের ও লাইসেন্স,২০,০০০টাকা নেয়। বুলেট জাকেট জন্য ৫,০০০ টাকা, হাতিয়ে নিয়েছে।৩ মাস ট্রেনিং এর পর প্রতি মাসে 3৭ হাজার টাকা করে ভাতা আসবে।
ব্যাংকে তোমার আসবে 1 লক্ষ 11 হাজার টাকা সরকারি হয় চাকরি। প্রথমে এস আই, পথে চাকরি দিবে । কিছু দিন পরে টাকা জমা দেওয়ার পরও বলে,যে আরও বড় পদে তোমাকে দিয়ে দিব আরো সরকারি ফ্রি 21 হাজার টাকা জমা দিতে হবে।
পুলিশ ভেরিফিকেশন করতে হবে আরজেন করতে হলে 6000 টাকা লাগবে, তাড়াতাড়ি করো নইলে তো আমি চলে যাব।
আমরা তোমার পুলিশ ভেরিফিকেশন, পিস্তলের লাইসেন্স, ডিবি জ্যাকেটের, হকি টকি সবকিছু আমাদের কাছে।
আমি তো আপনার মত শপ টাকা জমা দিয়ে দিয়েছি 21 হাজার টাকা, জনিং এর জন্য 10500 টাকা জমা দিতে হবে। তাহলে চাকরি হবে না তোমার আগে চাকা করছিল সব বাতিল করে দেওয়া হবে।
এসপি মনির খান এক প্রতারক চক্রের সদস্য, আক্তারুজ্জামান খান চক্রের মূল হোতা, তিনি বিভিন্ন পুলিশ সুপার,
Rab. কমিশনার এসপি ডিসির সাথে ছবি তোলে ফেসবুকে আন্তর্জাতিক মানবাধিকার গোয়েন্দা সংবাদসোসাইটির নিজেকে পরিচয় দেন। তিনি বলেন আমি মহাসচিব গোয়েন্দা সোসাইটির।
ভুক্তভোগী কাজ থেকে প্রায় ১,৪০,০০০টাকা হাতিয়ে নেয়। ফাস্টে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলে আরেকজন ইমুতে এসপি আইডি খুলে নিজেকে পরিচয় দেন। সাধারণ মানুষদেরকে এভাবে তারা ঠকে যাচ্ছে।
সবকিছু তারপর সকাল 10 টা থেকে বিকাল 4 টা পর্যন্ত পুলিশ সুপার কার্যালয়ে সামনে দাঁড় করিয়ে রাখে। ধার করার পর ওদের ফোনে ফোন দেওয়ার সত্বেও ফোন আর রিসিভ করেনা।
ভুক্তভোগী অভিযোগ যে আমার মত আর কেউ যেন তাদের এই ফাঁদে পারোনা দেয়। আমার সব টাকা-পয়সা নিয়ে গেছে আমার চাকরি আর হলো না এখন আমি আর নিঃস্ব।
ভুক্তভোগী সরকার ও পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমার একটাই অনুরোধ এই প্রতারক চক্র কে খুব দ্রুততার সাথে। ঋণের আওতায় আনা হোক তাদের বিচার চাই।
তাদের হেড অফিস বলে দক্ষিণ বাড্ডা, এস এম টাওয়ার , দ্বিতীয় তলায়