আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা” এবং
“নারী পুলিশ সদস্যদের প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা সেমিনার” অনুষ্ঠিত
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
আজ ০৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার পরশুরাম থানাধীন রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনস হতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় “বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক” একটি র্যালি বের করে।
র্যালিতে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি/সদরদপ্তর ও প্রশাসন অতিরিক্ত দায়িত্বে) জনাব মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম, উপ-পুলিশ কমিশনার (ই এ্যান্ড ডি) জনাব মোঃ আবু সাইম সহ রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।
র্যালি রেলি শেষে পুলিশ লাইনস হলরুমে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একই ভেন্যুতে “নারী পুলিশ সদস্যদের প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা সেমিনার” অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম মহোদয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মনিরা বেগম, সহকারি অধ্যাপক রংপুর কমিউনিটি মেডিসিন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর এবং ডা. মোঃ আশিফুজ্জামান, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, আরপিএমপি, রংপুর।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটে কর্মরত নারী সদস্যবৃন্দ।