শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস রংপুর জেলা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে তথ্য মেলা ২০২২ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ বার পঠিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস রংপুর জেলা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে তথ্য মেলা ২০২২ অনুষ্ঠিত

 

মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার

 

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর ২০২২ খ্রি. বুধবার রংপুর জেলা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে তথ্য মেলা ২০২২ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় বিভাগীয় কমিশনার, রংপুর জনাব মোঃ সাবিরুল ইসলাম বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

এ সময় তাঁর সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।

 

আরও উপস্থিত ছিলেন ডিআইজি, রংপুর রেঞ্জের পক্ষে জনাব এ এফ এম আনজুমান কালাম, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ; জমাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর জেলা; পরিচালক, দূর্ণীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, রংপুর ও পরিচালক, জেলা তথ্য অফিস, রংপুর।

 

উদ্নোধন শেষে সম্মানিত অতিথিবর্গ মেলার সকল স্টল ঘুরে দেখেন এবং স্টল উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, অতিথিদের পরিদর্শনকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর স্থাপিত স্টলের প্রতি সকলের বিশেষ আগ্রহ পরিলক্ষিত হয়। এ স্টলের অন্যতম প্রধান আকর্ষণ ছিল রংপুর মেট্রোপলিটন পুলিশ আর্কাইভে স্থাপিত বঙ্গবন্ধু গ্যালারি’র প্রদর্শন। এ সময় তথ্য প্রদানকারী কর্মকর্তা স্টলে আগত অতিথিদের রংপুর মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশ এর গৃহীত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেন।

 

মেলা পরিদর্শন শেষে রংপুর টাউন হলে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক, রংপুর জনাব মোঃ আসিব আহসান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর মহোদয়।

 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম; রেঞ্জ ডিআইজি রংপুরের পক্ষে অতিরিক্ত ডিআইজি জনাব এ এফ এম আনজুমান কালাম; রংপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী সহ জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

 

“তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই শ্লোগানের উদ্ধৃতি দিয়ে পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অন্যতম প্রধান উদ্দেশ্যই হলো সকলের নিকট প্রয়োজনীয় সকল তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ জাতীয় তথ্য বাতায়নের গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। একই সাথে সোশ্যাল ও অন্যান্য অনলাইন মিডিয়ার মাধ্যমে কেউ যেন তথ্য বিকৃত বা গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে সকলকে সচেতন থাকার আহবান জানান।

 

সভার শেষাংশে রংপুর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ যারা আন্তর্জাতিক তথ্য দিবস ২০২২ উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন,তাদেরকে পুরস্কৃত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..