আনসারুল্লাহ বাংলা টিম”র এক সদস্য গ্রেপ্তার,
মোঃ মিজানুর রহমানঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম’র এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট।মো: শামীম(২৭)সে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার শিমুলিয়া গ্রামের মোঃ শাহজাহানের ছেলে।এন্টি টেররিজম ইউনিট,(মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস)
শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার বিকেল সোয়া ৫ টার দিকে এটিইউ এর একটি চৌকস দল শিবালয় থানার শিমুলিয়া মোড় থেকে তাকে আটক করে।পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান,রবিবার বিকেল সোয়া ৫ টার দিকে (এটিইউ)র একটি চৌকস দল মানিকগঞ্জ জেলার শিবালয় থানার শিমুলিয়া মোড় এলাকায় গোপনে অভিযান চালিয়ে জঙ্গী সদস্য শামীম(২৭)কে আটক করে।সে দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ,মানিকগঞ্জ এর মাস্টার্স এর শিক্ষার্থী।এসময় তার নিকট থেকে ১টি এন্ড্রয়েড মোবাইল সেট এবং ৬ টি উগ্রবাদী বই জব্দ করেছে।
এটিইউ’ পুলিশের এ কর্মকর্তা আরো বলেন,গ্রেপ্তারকৃত মো: শামীম গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদী প্রচারণা সহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো।এছাড়া সে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী,ধর্মীয় উস্কানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলো।পাশাপাশি এবিটি মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসারুল্লাহ বাংলা টিম এর পক্ষে সদস্য সংগ্রহের কাজ করছিলো।
এব্যাপারে গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যের বিরুদ্ধে মানিকগঞ্জ,শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৭(৩)/৮/৯(৩)/১০/১২/১৩ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
######
মোঃ মিজানুর রহমান
মোবাঃ