মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে সাভার উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৭০ বার পঠিত

আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ উপলক্ষে সাভার উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার জনাব আনিসুর রহমান।

স্টাফ রিপোর্টারঃ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ঢাকা অঞ্চলের সম্মানিত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ ফরিদুল ইসলাম।

সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন,
সাভার উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ১৯২ ঢাকা-১৯ জনাব ফেরদৌস ওয়াহিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন,
ঢাকা জেলার সম্মানিত অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ ফরিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের অন্যতম প্রধান নিয়ামক প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ। ভোটগ্রহণ কেন্দ্রের কমান্ডিং অফিসার, আমাদের প্রিজাইডিং অফিসারবৃন্দ, মাথায় রাখতে হবে, ঠান্ডা মাথায়, শক্ত হাতে, আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আপনাকে উপহার দিতে হবে। আপনাদের পর্যাপ্ত নিরাপত্তা বিধানের জন্য, ভোটারদের পর্যাপ্ত নিরাপত্তা বিধানের জন্য, মাঠে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকবেন। আপনারা মাথায় রাখবেন, নির্বাচন কমিশন আমাকে যে ক্ষমতা দিয়েছেন, তার যথাযথ প্রয়োগের মাধ্যমে, একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য হতে আমি পিছপা হবো না। তৈরী হোন, ০৭ই জানুয়ারি জাতিকে একটি ক্রেডিবল ইলেকশন উপহার দেয়ার জন্য।
এছাড়াও তিনি তার বক্তব্যে, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..