আজ ডেপুটি স্পীকার মরহুম ফযলে রাব্বি মিয়ার স্বরনে মিলাদ ও দোয়া মাহফিল পালিত।
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
আজ বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পীকারের স্বরনে এক মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিল এ উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদ এর স্পিকার শিরিন শারমিন চৌধুরী।প্রয়াত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. ফজলে রাব্বী মিয়া এমপি’র কুলখানি অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই বুধবার প্রয়াত ডেপুটি স্পিকারের পরিবারের আয়োজনে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ঘটিয়া গ্রামে বাদ যোহর কুলখানি, দোয়া ও খাবার পরিবেশন করা হয়। এসময় বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সকলে মরহুমের বিদায়ী রুহের মাগফেরাত কামনা করে মহান সৃষ্টি কর্তার নিকট দোয়া করেন।