‘আগস্টের পর আফগানিস্তানে মার্কিন সেনা থাকতে পারবে না’
জসীম উদ্দিন ইতি
তালেবান হুঁশিয়ারি দিয়ে বলেছে, পূর্ব ঘোষিত সময় (৩১ আগস্ট) অনুযায়ী চলতি
মাসের পর সব মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করতে হবে, এটা
তাদের রেড লাইন।
সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, কাতারে তালেবানের মুখপাত্র
সোহাইল শাহিন বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন তথা বিদেশি সেনা
প্রত্যাহারে বিলম্বের জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে। এ ক্ষেত্রে বিলম্ব
সহ্য করা হবে না।
মার্কিন কর্মকর্তাদের অনেকেই এরই মধ্যে বলেছেন, আগস্টের মধ্যে মার্কিন
সেনা প্রত্যাহার শেষ নাও হতে পারে। পূর্ব ঘোষিত সময়ের মধ্যে সব মার্কিন
সেনা প্রত্যাহার নাও হতে পারে বলে স্বয়ং জো বাইডেনও গতকাল ইঙ্গিত
দিয়েছেন।
তিনি বলেছেন, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে লোকজনকে সরিয়ে নিতে
মার্কিন সেনাদের আরও বেশি দিন রাখার প্রয়োজন হতে পারে। পূর্ব ঘোষণা
অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে সব মার্কিন সেনার আফগানিস্তান ত্যাগ করার
কথা রয়েছে।
এদিকে, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সতর্ক করে বলেছে, যারা আফগানিস্তান ছাড়তে
চায় তাদের সবাইকে স্থানান্তরিত করা পূর্ব ঘোষিত সময়ের মধ্যে সম্ভব নয়।
পার্সটুডে।