মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগ কোন অস্ত্রের হুমকিতে ভীত নয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৬২ বার পঠিত

আওয়ামী লীগ কোন অস্ত্রের
হুমকিতে ভীত নয়
-মনোরঞ্জন শীল গোপাল এমপি
================
মো মনিরুল ইসলাম ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সম্প্রতি বিএনপির কিছু নেতৃবৃন্দ ৭৫ এর প্রেক্ষাপটকে টেনে হুমকি প্রদর্শনের চেষ্টা করেছেন। যারা এই হুমকি প্রদান করেন, তাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কাজেই আওয়ামী লীগে অস্ত্র হুমকি প্রদর্শন করে কোন লাভ নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমগ্র জাতি এখন ঐক্যবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতায় স্রোতে জাতি আজ নতুন দিগন্তের সন্ধান পেয়েছে। একটা উন্নত জীবন যাপনের স্বপ্নে জাতি আজ বিভোর। কাজেই জাতিকে পূর্ণভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্ত করা যাবে না।
শুক্রবার (৩ জুন ২০২২) বিকেলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে কাহারোল দশমাইল ইটুয়া শ্রীশ্রী বুড়ি ঠাকুরাণী কালীমা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইটুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম, দিনাজপুর জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ সহকারী প্রকৌশলী মো. শাহিন আলম, ইটুয়া শ্রীশ্রী বুড়ি ঠাকুরাণী কালীমা মন্দিরের চন্দ্র কান্ত রায়।
এর আগে ঠাকুরগাঁও নব নির্মিত শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরের উদ্বোধন করেন এমপি গোপাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..