আওয়ামী লীগের শত্রুরা করোনার মত রুপ বদলায়
সমীর, চন্দ
মোঃ নুরুজ্জামান শেখ ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন আওয়ামী লীগেকে নেতৃত্ব শূন্য করতে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দলের ভিতরে ও বাইরের শত্রুরা চক্রান্ত করে শেখ মুজিবকে হত্যা করেছে। ওয়ান ইলেভেনে দল ও দলের বাইরের শত্রুদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা চিনেছিলেন। কিন্তু আওয়ামী লীগের শত্রুরা করোনার মত রুপ বদলায়।
নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে সমীর আরও বলেন ১৫ আগষ্ট কালো রাত্রিতে নির্মম ভাবে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অগ্রগতিতে বাধা দিয়েছিল তারা। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ৩০ বছর আগেই বাংলার কৃষকের মুখে হাসি ফুঁটতো।
তিনি বলেন বিষয়টি জানি আগষ্ট মাস অত্যান্ত দুঃখের মাস। সাড়ে সাত কোটি মানুষর দোয়ায় জাতিয় সঙ্গীত, লাল সবুজ পতাকা, বঙ্গবন্ধুর নেতৃত্বে ৯ মাসের স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়ে হানাদার পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। কিন্ত ৭৫ এর ১৫ আগস্ট সত্য প্রমাণিত হয়েছিল বাঙালি হয়েও আমরা মানুষ হতে পারিনি।
রোববার বিকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ পূর্ব পাড়া চৌরাস্তা এলাকায় মহানগর কৃষক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এসব কথা বলেন।
গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক হাজী আব্দুল কাদির মন্ডলের পরিচালনায় জাতীয় শোক দিবসের কর্মসূচিতে ছিল বৃক্ষরোপণ, খাদ্যে সামগ্রী বিতরণ মিলাদ ও দোয়া মাহফিল আলোচনা সভা।
বিশেষ অতিথি ছিলেন গ বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি আকবর আলী সদস্য মমিন উদ্দিন ঠাকুর, , গাজীপুর মহানগর আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী,সহ দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মহানগর মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা ইউনুস, সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হুসনা, গাজীপুর মহানগর কৃষক লীগের দপ্তর সম্পাদক জহিরুল হক, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুল আলম মৃধা, ৪১নং ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়া প্রমূখ।