শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

আওয়ামীলীগের হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রদান।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৬৪ বার পঠিত

 

আওয়ামীলীগের হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রদান

রংপুর প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রংপুরে মেডিকেল কলেজের করোনা ইউনিটে কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির বরাদ্দকৃত হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাসহ করোনা সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছে । সোমবার বিকেলে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, সাবেক সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া।
এসময় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের সুষ্ঠু দিকনির্দেশনায় করোনা মোকাবেলায় সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনও করোনা মোকাবেলায় সহযোগিতা অব্যাহত রেখেছেন। হস্তান্তর অনুষ্ঠানে রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ভ কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর আওয়ামীলীগের সহসভাপতি মহি উদ্দিন মহি, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জিয়াউল হাসান জিয়া, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আতিক উল আলম কল্লোলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন সুমন, রংপুর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..