আইসিসি কমিউনিকেশন তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়
============================================
বীরগঞ্জ প্রতিনিধি পরিমল সরকার
আজ ১৮ই আগস্ট ২৩ দিনাজপুরের বীরগঞ্জে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও গ্রাহকের মত বিনিময় সভা উদযাপন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া দিনাজপুর business গ্রুপের admin বন্নি আহমেদ modaretor সাদিয়া আফরোজ সোনিয়া রহমান আইসিসি কমিউনিকেশন বীরগঞ্জ ব্রাঞ্চ সকল গ্রাহক ও আইসিসি কমিউনিকেশন কর্মকর্তাগণ অনুষ্ঠানটি সভাপত্তি করেন প্রশান্ত বাবু সঞ্চালনায় নয়ন বাবু , আইসিসি কমিউনিকেশন লিমিটেড বীরগঞ্জ ব্রাঞ্চ, দিনাজপুর