নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ অন্যতম সমস্যা যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ চাষাঢ়া মোড়ে কোন ধরনের স্ট্যান্ড না রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) সকাল থেকেই এই নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করবে ট্রাফিক পুলিশ। এই কাজে সহযোগিতা করতে র্যাব-১১’র একটি টিমও সকাল থেকে রাত অবধি কাজ করবে।
সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে বলেছেন, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় কোন অবৈধ স্ট্যান্ড থাকবে না। আগামী কাল থেকে চাষাঢ়ার সোনালী ব্যাংক, জিয়া হল, মহিলা কলেজের সামনেসহ যে সকল মোড়ে ইজিবাইক, মিশুক, সিএনজি স্ট্যান্ড রয়েছে তাও থাকবে না।
তিনি আরও বলেন, এসকল স্ট্যান্ডগুলো থাকার কারণে শহরে যানজটের সৃষ্টি হয়। আমরা সড়কের পাশে কোন যানবাহন দাঁড়িয়ে থাকতে দেবো না। বর্তমানে শহরের প্রধান সমস্যা হচ্ছে যানজট। কিভাবে যানজট কমানো যায় আমরা সেই লক্ষে এখন কাজ করবো। এছাড়াও শহরে যাতে ইজিবাইক প্রবেশ করতে না পারে সে জন্যে আমরা কয়েকটি পয়েন্টে গাড়ি ঘুরিয়ে দেবো।
এসময় জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, শহরের যানজট কমানোর জন্যে, যত পুলিশ লাগে , আমি দেবো। আমি চাই এই শহর, যানজটমুক্ত হউক। তিনি ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে বলেন, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করার সময় কেউ যদি আপনাদের বাধা দেয় তাহলে আমাকে জানাবেন। সে যে কেউ হউক না কেনো আমি ব্যবস্থা নেবো।
এসময় র্যাব-১১ পক্ষ থেকে ডিসিকে জানানো হয় যানজট নিরসনে সকাল আট থেকে দশটা পর্যন্ত ও সন্ধ্যার থেকে রাত নয়টা পর্যন্ত চাষাঢ়া মোড়ে যানজট নিরসনে কাজ করবে র্যাব সদস্যরা। সেখানে যাতে কোন অবৈধ স্ট্যান্ড না থাকে সেটার দিকেও কাজ করবেন র্যাব-১১।
আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ যুগের চিন্তাকে বলেন, ‘আইনশৃঙ্খলাসভায় সর্বাধিক গুরুত্বের সাথে শহরের যানজট নিরসন প্রসঙ্গে আলোচনা হয়েছে। চাষাঢ়া মোড়ের যে অবৈধ স্ট্যান্ডগুলো রয়েছে, সেগুলো উচ্ছেদে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ট্রাফিক পুলিশকে (ট্রাফিক ইন্সপেক্টর করিম) এর মূল দায়িত্ব দেয়া হয়েছে। তবে অবৈধ স্ট্যান্ডগুলো যাতে আবারো গজিয়ে উঠতে না পারে সেজন্য কাল থেকে (১১ আগস্ট) সকাল থেকে রাত ১১টা পর্যন্ত র্যাবের টিম কাজ করবে। এখানে র্যাবের আরেকটি টিমও বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যাকআপ টিম হিসেবে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’
সিনিয়র সাংবাদিক আবু সাউদ মাসুদ বলেন, ‘যানজট নিরসনে শহরের বঙ্গবন্ধু সড়কে চাপ কমাতে অটোরিক্সাগুলোকে সিরাজউদদৌলা সড়ক হয়ে মেট্রো সিনেমাহল ঘুরে কালিরবাজার এলাকা হয়ে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। এটি ১১ আগস্ট থেকে বাস্তবায়ন শুরু হওয়ার কথা।
সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি ও খুনের ঘটনা বেড়ে যাওয়া প্রসঙ্গে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, ‘গতমাসের তুলনায় এই ধরণের ঘটনা নারায়ণগঞ্জে কম সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সংক্রান্ত বিষয়ে সামান্য আলোচনা হয়েছে। তবে সামনের সভায় এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা এবং করণীয় ঠিক করা হবে।’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা সিভিল সার্জন ডা.মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, চেম্বার অব কর্মাস এর পরিচালক মোর্শেদ সারোয়ার সোহেল প্রমুখ।