অসুস্থ প্রবাসী মোঃ জাকির দূতাবাসের সহায়তায় দেশে ফিরছে
মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি
গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশী কর্মী জনাব জাকির হোসেন কে উন্নত চিকিৎসার জন্য দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে একটি বিমান টিকেট হস্তান্তর করেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
আজ ১৬ অক্টোবর রোজ রবিবার সকাল দশটায় হাইকমিশনার অফিসে এ টিকেট হস্তান্তর করেন, মিশনের যোগদানের পর থেকেই প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে নিরলস ভাবে কাজ করে জাচ্ছেন প্রবাসী বান্ধব হাইকমিশনার রিয়্যার এ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ও তাহার সহকর্মীরা,
এ সময় হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) ও দোতালয় প্রদান জনাব মোঃ সোহেল পারভেজ ও হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন। উল্লেখ্য জনাব জাকির হোসেন একটি মাছের নৌকায় কাজ করতেন। মাছ ধরার সময় বরশির মাধ্যমে চোখে গুরুতর আঘাত পান এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন, পরবর্তীতে সেখানে ইনফেকশন হয়। বর্তমানে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। আগামী ১৮ অক্টোবর ২০২২ তারিখে তিনি বাংলাদেশে ফিরে যাবেন। মোঃ জাকির হোসেনের গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।