বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে ৪ পতিতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২১৭ বার পঠিত

 

মোঃ সারোয়ার মৃধা ঃ সিদ্ধিরগঞ্জে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে ৪ পতিতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- জাহাঙ্গীর আলম(৪৮), মো. মারুফ(৪০), তৃষ্ণা ওরফে রুমি(২৫), খাদিজা(২১), নুপুর ওরফে পারুল(২৮) ও শ্রাবন্তী(২২)। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মানব পাচার আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে বুধবার দুুপুরে হীরাঝিল এলাকায় ১৩নং রোডের ২১৫ নং বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় ১৩নং রোডের ২১৫ নং বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া বাসায় দেহ ব্যবসা চলছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হাসিব অভিযান চালায় এ সময়
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হাসিব জানান, গ্রেপ্তারকৃতরা একে অপরের সহায়তায় দীর্ঘদিন যাবৎ হীরাঝিল এলাকায় উল্লেখিত ঠিকানায় বাসা ভাড়া নিয়া পতিতালয় স্থাপন করে দেহ ব্যবসা করে আসছে। তারা দেশের বিভিন্ন স্থান হইতে নারীদের নিয়ে এসে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করায়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম-বার এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..