সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ নীলফামারী ঃঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় হতদরিদ্রদের পাশে থেকে জনগণের আস্থার প্রতীক হিসেবে মানুষের ভালোবাসা পাচ্ছেন ইউএনও রোকসানা বেগম। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম সাধারণ জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারি সকল সিদ্ধান্ত বাস্তবায়নসহ প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন তিনি। দায়িত্বের বাহিরে গিয়েও অনেক সময় সাধারণ জনগণকে ভালো রাখার জন্য দিনরাত কাজ করছেন ইউএনও রোকসানা বেগম। তিনি কিশোরগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকেই নিজের সততা আর মেধাকে কাজে লাগিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জয় করে নিয়েছেন কিশোরগঞ্জবাসীর মন। অসহায় খেটে খাওয়া সাধারণ মানুষেরা নির্ভয়ে নিজের মনের কথা বলতে পারে ইউএনও এর অফিস কক্ষে এসে। তেমনি ইউএনও রোকসানা বেগমও ছুটে বেড়ান উপজেলার নয়টি ইউনিয়নের সাধারন অসহায় পরিবারগুলোর জন্য সাহায্য নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এমনকি তিনি মুজিব শতবর্ষ উপলক্ষে হতদরিদ্র ভূমিহীন মানুষের জন্য দেওয়া ঘরগুলোর কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা ইউনিয়নগুলোতে গিয়ে পর্যবেক্ষণ করেন । তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে সকল বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা যাতে পড়ালেখায় পিছিয়ে না পড়েন সেজন্য তিনি ঘরে বসে অনলাইন শিক্ষার ব্যবস্থা করেছেন। ইউএনও রোকসানা বেগম বলেন, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছি। অসহায় গরীব মানুষদের কাছে প্রধানমন্ত্রীর বিভিন্ন মানবিক সহায়তা সঠিকভাবে পৌঁছে দিচ্ছি। সরকারি-বেসরকারি কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তাও দেখতে হচ্ছে। এগুলো আমার দায়িত্ব। প্রতিটি গ্রাম আদালতের মাধ্যমে মানুষ সঠিক বিচার পাবে