শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

অসহায় এক লোকের সন্ধান চাই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৯২ বার পঠিত

সন্ধান চাই
মুহাম্মদ সানোয়ার আলী স্টাফ রিপোর্টার সিলেট
মোগলাবাজার থানার প্যারায় চক মোর হাবিবুর রহমান চত্বর হইতে শ্রীরামপুর রাস্তার একশ থেকে দেড়শ গজ প্রধান সড়কের পাশে অজ্ঞাতনামা অচেতন অবস্থায় একজন ব্যক্তি কে উদ্ধার করে মোগলাবাজার থানা পরে ওসমানী হাসপাতালে 11 নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয় তাকে সিটিস্ক্যান সহ যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করে মোগলাবাজার পুলিশ পুলিশের পক্ষ হইতে অভিভাবক সনাক্তকারী অতীব জরুরী আপনার মাধ্যমে প্রকাশনায় অনুরোধ রইল । অনুরোধক্রমে ওসি তদন্ত মোগলাবাজার থানা মোগলাবাজার থানা এই নাম্বারে ০১৩২০০৬৭৭১৫ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল ওসি তদন্ত জনাব ফরিদ উদ্দিন খান পিপিএম এবং সহকারী পুলিশ কমিশনার শাহাজান ভুইয়ার বলেন লুকটি পরিচয় যত তাড়াতাড়ি পাওয়া যাবে আমরা স্বস্তি বুদ করবো উনাদের যে প্রচেষ্টা আন্তরিকতা মানুষ এর প্রতি দেখলাম আসলেই পসংসনিও আসলে এখন বালো পুলিশ কর্মকর্তা আছেন বলেই আজও মানবতা বেঁচে আছে যারা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..