মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

অর্ধ কোটি টাকার গাড়ি উপহার নয় ক্রয় করা হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল তার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

বুধবার বিকেলে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল। এর আগে গত ১৩ সেপ্টেম্বর মানবকণ্ঠ পত্রিকায় “যুবলীগের পদ নিতে অর্ধ কোটি টাকার গাড়ি ‘উপহার’ আ’লীগ নেতার!” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

এ ব্যাপারে গাড়িটির বিক্রেতা সাভার উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু বলেন, আমার গাড়িটা ইঞ্জিনে সমস্যা দেখা দিলে আমি গাড়িটা বিক্রয়ের স্বীদ্ধান্ত নেই খবর পেয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা পাভেল ভাইয়ের পুত্র গাড়িটা ক্রয় করতে ইচ্ছা পোষণ করলে ৩৮ লাখ টাকায় গাড়িটা বিক্রয় করা হয়

আমাকে ২৮ লাখ টাকা ক্যাশ বুঝিয়ে দেওয়া হয় এবং ব্যাংকের মাধ্যমে প্রতি মাসে মাসে ৬২ হাজার ৬ শত ২৮ টাকা করে আমার একাউন্টে যুবলীগ নেতা পাভেল ভাইয়ের পুত্র আহমেদ ফয়সাল নাঈম তূর্য্য ট্রান্সফার করার মাধ্যমে গাড়িটির মূল্য পরিশোধ করে যাচ্ছে। যেহেতু বর্তমানে আমার ছোট ভাই আশুলিয়া থানা যুবলীগের সভাপতি প্রার্থী এবং আমি ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামিলীগ এর মনোনয়ন প্রত্যাশি তাই রাজনৈতিক প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে যুবলীগ নেতা পাভেল বলেন, গাড়িটি টাকার বিনিময়ে ক্রয় করা হয়েছে কিন্তু এক শ্রেণীর কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ব্যক্তি জীবনে কোনোদিন ঘুষ, সুদ, চাদাবাজি, জমিদখল, মাদক সেবন, মাদক ব্যবসা এরকম কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িত করিনি এবং আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করেছি এবং জীবনের শেষ দিনটি পর্যন্ত এভাবেই সৎ ভাবে জীবনযাপন করে যাবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..