মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

অভিযান চালিয়ে পতিতা ওখদ্দেরসহ ২৪জনকে গ্রেফতার করেছেন পুলিশ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১৮১ বার পঠিত

 

বিশেষপ্রতিনিধিমোঃজিয়াউলহোসেন(জুয়েল)

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে অস্থায়ী একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পতিতা ও খদ্দেরসহ ২৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে নৃত্য শিল্পী পরিচয়ে ১১ জন পতিতা ও ৭ জন খদ্দের ও ৬ জন রেস্টুরেন্ট কর্মচারী পরিচয়ে মাদক ব্যবসায়ী রয়েছে।

এ সময় ৯ ক্যান বিদেশী বিয়ার ও ৩ বোতল বিদেশী মদ, নগদ ২ লাখ ৪৭ হাজার ৫শ’ টাকাসহ বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বরগুনার আমতলী উপজেলার কুনাইচর গ্রামের মৃত কেতাবআলীর ছেলে আফাজদ্দিন (৪০), আব্দুল কুদ্দুসের ছেলে সিয়াম (১৯), ঢাকার নবাবগঞ্জ থানার কলাকোপা গ্রামের আব্দুল মান্নানের ছেলে লাভলু (৩২), আব্দুস সাত্তারের ছেলে সোহেল (৩৮), মোজাম্মেলের ছেলে ফরিদ (৩৪), শেরপুর জেলার নকলা উপলোর বাউসা গ্রামের আশরাফুলের ছেলে জসিমউদ্দিন (২৬), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আব্দুল্লাহর নোসাইব (২০), কুমিল্লার লাকসাম উপজেলার আমিরাবাদ সাইদুর রহমানের ছেলে সাইফুল (৩৯), বরিশালের বাবুগঞ্জ থানার উত্তর রায়েরচর গ্রামের আলী আকবরের ছেলে মজিবুর রহমান (৪০), ঝালকাঠির কানুদাস গ্রামের আব্দুল লতিফের ছেলে নুর আলম (২২), রেস্টুরেন্টের মালিক পূর্বাচলের পর্শ্বি এলাকার বাসিন্দা নজরুলের ছেলে আবির রায়হান (২৮)।

গ্রেফতারকৃত নারীরা হলেন, লাবনী (২১), নাঈমা (১৯), সনিয়া (১৮), জেরিন আক্তার (২৫), মায়া বেগম (২৫), রিয়া আক্তার ফারিয়া (১৯), রুবিনা আক্তার। বৃহস্পতিবার (১৭ জুন) দিবাগত রাতে পূর্বাচলের ১নং সেক্টরের হোয়াইট হাউজ রেষ্টুরেন্টে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পূর্বাচল উপশহরে দীর্ঘদিন যাবৎ অস্থায়ী রেস্টুরেন্টের আড়ালে মাদক ও পতিতা ব্যবসা চলছে। এমন এক গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পূর্বাচলের উপশহরের ১নং সেক্টরের হোয়াইট হাউজ থেকে রূপগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নৃত্য শিল্পী পরিচয়ে ১১ জন পতিতা ও ৭ জন খদ্দেরসহ ৬ জন রেস্টুরেন্ট কর্মচারী পরিচয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ওই বিদেশী মদ, বিয়ার, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..