অভিনন্দন পাওয়ার যোগ্য
মোহাম্মদ মমিনুর রহমান
জেলা প্রশাসক, চট্টগ্রাম।
নজরুল ইসলাম সিকদার চট্টগ্রাম বুরো প্রধান।
কোন বড় মাপের নেতা কিংবা আমলাকে আমি সহজে অভিনন্দন জানাই না, যদি না বিশেষ কোন অভিনন্দন যোগ্য কর্ম তাঁর দ্বারা সাধন না হয়। এই ব্যাপারে আমি চরম কঞ্জুস! বলতেন পারেন, “তুমি আবার এমন কে?” আসলে আমি এমন কেউ নই সত্য কিন্তু ১৭ কোটি মানুষের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের মানুষটি বটে! তথাপিও আমি বিশ্বাস করি, আমার আন্তরিক অভিনন্দন পাওয়ার মতো যোগ্য নেতা বা আমলা আমার হাফ সেঞ্চুরির জীবনে খুবই নগন্য সংখ্যক।
মান্যবর জেলা প্রশাসক, চট্টগ্রাম, জনাব মোহাম্মদ মমিনুর রহমান দুর্দান্ত সাহসীকতার সাথে যে ভাবে দখলবাজ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ সহ জেলা ব্যাপী জগদ্দল পাথরের মতো ঘাপটি মেরে থাকা অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে একের পর এক সফল অভিযান পরিচালনা করে দেশ তথা জনগণের হাজার হাজার কোটি টাকার সম্পদ উদ্ধার করছেন, দুর্নীতির আখড়া বিনাশ করছেন তাতে আমি মনে করি তিনি নিশ্চয়ই একজন সাহসী সৎ এবং দেশপ্রেমি যোগ্য অফিসার, আমরা সবাই জানি এই দেশে দেশ ও জনগণের স্বার্থে নিরবচ্ছিন্ন কাজ করা একজন মধ্য স্তরের তো বটেই সর্বোচ্চ স্তরের সৎ অফিসারের ক্ষেত্রেও খুবই দুরূহ।
অতএব, আপানাকে স্যালুট মান্যবর জেলা প্রশাসক, চট্টগ্রাম। পরিশেষে আপনার কাছে একটাই বিনীত আবেদন, নির্দোষ কেউ যেন ক্ষতি গ্রস্ত না হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন এবং প্রকৃত অসহায় নিরাশ্রয় মানুষ গুলোকে দয়া করে পুনর্বাসন এর ব্যবস্থা করবেন। আপনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, মহান আল্লাহ আপনার সহায় হোন।