অনলাইন পত্রিকা আসকবাণী শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
আজ সন্ধ্যা ৭ ঘটিকায় আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর অঙ্গ প্রতিষ্ঠান অনলাইন পত্রিকা আসকবাণী শুভ উদ্বোধন করা হয়। উক্ত মহতী অনুষ্ঠানের মোঃ শাহাদাত হোসেন শাওনের সঞ্চালনায় জাতীয় নববানী পত্রিকার প্রধান সম্পাদক গোলাম মোস্তফা জেমস এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া চেয়ারম্যান এফবিজিও, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস এম জহিরুল ইসলাম, চেয়ারম্যান আর জে এফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নববাণী পত্রিকার নির্বাহী সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম সজল,আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ এনামুল হক নিপু,মোঃফারুক হোসেন ভাইস চেয়ারম্যান এফবিজেও, মোঃশামছুল আলম ভাইস চেয়ারম্যান আসক ও মহাসচিব এফবিজিও, আব্দুল বাতেন সরকার,অর্থ সচিব এফবিজিও, সৈয়দ ফয়জুল কবির, চেয়ারম্যান বাংলাদেশ ই- প্রেস ক্লাব, উক্ত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খন্দকার তারিকুল ইসলাম মিলন পরিচাল আসক, শেখ মনির আহমেদ মনি, পরিচালক আসক, এসএম জীবন পরিচাল আসক, মোঃ জসিম উদ্দিন চৌধুরী, মোঃ আবু ইউসুফ, মোঃ মনির ভূঁইয়া, সহদেব রায়, মোঃ আবুল কালাম, সালমান ফয়সাল, অ্যাডভোকেট সুব্রত বিশ্বাস, রাজু সাহা, আবির চন্দ্র দাস, মোঃ ইলিয়াস মিয়া মোঃ আব্দুর রহিম, কে এম আলী আকবর। অনুষ্ঠানে বক্তারা বলেন প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত মানবাধিকার কর্মী দেশ ও জাতির জন্য সম্পদ। দেশের গণতন্ত্র রক্ষায় এবং দেশ সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে পারবে আসক ফাউন্ডেশন এবং আসকবাণী।