রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

অটো চুরি চক্র সিন্ডিকেট এর ০৫ সক্রীয় সদস্য আটক,চোরাইকৃত ৫টি অটো উদ্ধার। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৬০ বার পঠিত
অটো চুরি চক্র সিন্ডিকেট এর ০৫ সক্রীয় সদস্য আটক,চোরাইকৃত ৫টি অটো উদ্ধার। 
মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোঃ শাহআলম এর নির্দেশনায়, এসআই কায়সার হাসান ও তার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে অটোরিকশা চুরি চক্রের সিন্ডিকেট এর ০৫(পাঁচ) সক্রিয় সদস্য কে গ্রেপ্তার এবং চক্রটির হেফাজতে থাকা চার টি পুরাতন অটোরিকশা উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানাধীন খৱতৈল মদিনা পাড়া রােড জনৈক মােঃ বিল্লাল হােসেনের গ্যারেজ থেকে ০২ (দুই) টি ও
কুনিয়া তারগাছ, গাছা থানা এলাকার
শহীদ নেতার গ্যারেজ থেকে ০২(দুই) টি সহ মোট ০৪ (চার) টি ব্যাটারি চালিত চোরাই পুরাতন অটোরিক্সা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন –
১। মােঃ বিল্লাল হােসেন (৪০), পিতাঃ মজিদ সরকার,
মাতা-বিলকিস বেগম,সাং-মৌলটুপি বাগান বাড়ি (প্রধান বাড়ী), থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, বর্তমানে সাং-দেওয়ান ভিলা, মদিনা পাড়া সাতাইশ, থানা-টঙ্গী পশ্চিম গাজীপুর মহানগর,২। কামরুল ইসলাম(৪৮), পিতা-আব্দুর রশিদ, মাতা-মােছাঃ জাহানারা,
সাং-ধলাহাঁস মধ্যপাড়া, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা,
৩। মােঃ সােমেদ ফরাজী @ সুমন(৩৫), পিতা-দেলােয়ার হােসেন, মাতা-মনােয়ারা বেগম, সাং-সিন্নিরচর, মীয়া বাড়ির পশ্চিম পাশে, পােঃ উত্তর জাঙ্গালিয়া, থানা-মেহেন্দিগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে, কুনিয়া
পাছর, শহীদ নেতার বাড়ির ভাড়াটিয়া, তারগাছ, থানা-গাছা, গাজীপুর মহানগর, , ৪। আবু বক্কর সিদ্দিক(৫৩), পিতা-মৃত আলাউদ্দিন, মাতা-মৃত হালিমা বেগম, সাং-বালিপুড়া, পূর্বপাড়া ঈদগাহ মাঠের পাশে, পােঃ সাভারদিয়া, থানা-মনােহরদি, জেলা-নরসিংদী,
বর্তমানে সাং-কুনিয়া তারগাছ, শাহজাহান মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-গাছা, গাজীপুর মহানগর,  ৫। মােঃ ছাইদুল ইসলাম(৪০), পিতা-মােঃ হােসেন আলী, মাতা-মােসাঃ রাবেয়া বেগম, সাং-গােয়ালগাঁও মধ্যপাড়া, প্রাইমারী স্কুলের পিছনে, থানা-
বকশীগঞ্জ, জেলা-জামালপুর, বর্তমান সাং-আক্তার হােসেন এর বাড়ি, সিং বাড়ী, লবন ফ্যাক্টরীর বিপরীত পাশে, মুদাফা, থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর,
এ বিষয়ে এসআই কায়সার হাসান জানান,
আইনি পক্রিয়া শেষে আসামীদের কোর্টে পেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..