অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা তালেবানের
জসীম উদ্দিন ইতি
দীর্ঘ ২০ বছর পর রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ
নিয়ে নেয় তালেবান। ক্ষমতা দখলের পর ১৩ দিন চলে গেলেও এখনও পর্যন্ত সরকার
গঠন করতে পারেনি বিদ্রোহী গোষ্ঠীটি।
তবে দেশটিতে এবার একটি অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা
নিয়েছে তালেবান। এই সরকারে আফগানিস্তানের সব ধরনের নৃ-গোষ্ঠী এবং
উপজাতির নেতাদের অন্তর্ভুক্ত করা হবে।
এজন্য অন্তত এক ডজন ব্যক্তির নাম বিবেচনা করা হচ্ছে। তবে এই সরকার কতদিন
স্থায়ী হবে সে সম্পর্কে কিছু বলেনি সূত্রগুলো।
নাম প্রকাশ না করার শর্তে এসব সূত্র আরও জানিয়েছে, সরকার গঠন করার জন্য
এবং মন্ত্রী নিয়োগ বিশেষ করে বিচার বিভাগ, অভ্যন্তরীণ নিরাপত্তা,
প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ এবং তথ্য বিষয়ক মন্ত্রী নিয়োগের ব্যাপারে
শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, সরকারে নতুন নতুন মুখ আনার চেষ্টা করছেন তালেবান
নেতারা। এরমধ্যে তাজিক এবং উজবেক জাতিগোষ্ঠীর নেতাদের সন্তানরাও থাকবেন।